প্রকাশিত: ২০ মে, ২০২৩ ১৯:৩৯ (শুক্রবার)
মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামানের সমর্থনে সিলেট জেলা কৃষকলীগের সভা অনুষ্ঠিত

সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে আওয়ামী কৃষকলীগ সিলেট জেলা ঐক্যবদ্ধ ভাবে কাজ করছে। সিলেট নগরীকে একটি স্মার্ট নগরী হিসেবে গড়ে তোলতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামানের বিকল্প নেই।
 

তিনি সরকারের উন্নয়ন নগরীর প্রতিটি ওয়ার্ডে সমভাবে করার লক্ষ্যে নগরবাসীর খাদিম হিসেবে সৎ ও যোগ্য প্রার্থী আনোয়ারুজ্জামান-কে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।
 

শফিকুর রহমান চৌধুরী (২০ মে) শনিবার বিকালে জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে সিলেট জেলা কৃষকলীগ আয়োজিত নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
 

সিলেট জেলা কৃষক লীগের সভাপতি শাহ নিজাম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যক্ষ সামছুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আহমেদুর রব এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জগলু চৌধুরী।
 

সকলের দোয়া ও সহযোগিতা চেয়ে বক্তব্য রাখেন- সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী।
 

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা কৃষকলীগের সম্পাদক মন্ডলীর সদস্য আবুল হুসেন (অবসরপ্রাপ্ত সার্জেন্ট), শামীম কবির, আব্দুস সবুর সুজাম, মোস্তাকুর রহমান, সোয়েব আহমদ লুকুছ, খছরুজ্জামান খছরু, রফিকুল ইসলাম রফু, ইমরান খান রায়হান, কাচা মিয়া মেম্বার, বিশ্বনাথ উপজেলা কৃষকলীগের সভাপতি সুরাব আলী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, বিশ্বনাথ পৌরসভা কৃষকলীগের আহবায়ক বিকাশ মালাকার, ওসমানীনগর উপজেলা কৃষকলীগের সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক পংকী মিয়া, জকিগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, কানাইঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি সাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হারিছ, জৈন্তাপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোহাম্মদ আলী, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকলীগের সভাপতি বদরুল ইসলাম, বিয়ানীবাজার উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুস ছামাদ, সাধারণ সম্পাদক শাহ আলম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম তুষার, জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কয়ছর আহমদসহ জেলা কৃষকলীগের নেতাকর্মীবৃন্দ।


 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০২