সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করলে আমরা আপনাদেরকে স্মার্ট সিলেট মহানগরী উপহার দেবো।
তিনি বলেন, উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় সুনিশ্চিত করতে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দসহ সর্বস্তরের ব্যবসায়ীদেরকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আনোয়ারুজ্জামান চৌধুরী মেয়র নির্বাচিত হলে আপনাদের বৃহত্তর কালীঘাট এলাকার পানীয় জলের ব্যবস্থাসহ সকল সমস্যা সমাধানে চেষ্টা চালানো হবে। পরিকল্পিত নগরী গড়ে তুলতে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিকল্প নেই।
এমপি হাবিব (২০ মে) শনিবার বিকালে নগরীর কালীঘাটে ডাকবাংলো রোড চাউল বাজার ব্যবসায়ী সমিতি আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীর সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডাকবাংলো রোড চাউল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জহির উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নবাবী ওয়াকফ এস্টেট এর সাধারণ সম্পাদক ডা. আরমান আহমদ শিপলুর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিজিত চৌধুরী, সিলেট জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এবং নবাবী ওয়াকফ এস্টেট এর মোতওয়াল্লী, সমিতির সাধারণ সম্পাদক ফারুক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য শহিদুর রহমান শাহীন, যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ সভাপতি এম.এ. রহিম সিআইপি, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ক্রীড়া ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম শামীম।
স্বাগত বক্তব্য রাখেন- আওয়ামী লীগ নেতা কামাল আহমদ।
বক্তব্য রাখেন- ছড়ারপার পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সাইফুল আলম খান কয়েছ, সমিতির সহ সভাপতি আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন, শ্রমিক নেতা আল আমীন, স্বেচ্ছাসেবক লীগ ১৪নং ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক মুরাদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- কুচাই ইউনিয়নের পরিষদের সদ্য প্রাক্তন চেয়ারম্যান ব্যবসায়ী আবুল কালাম, ফুরুক মিয়া, সিনিয়র সাংবাদিক এম. আহমদ আলী, নুরুল হক, আমিনুর রশীদ, মোঃ মছদ্দর আলী, আব্দুল বাছিত ছোবা, আজিজুর রহমান বাবুল, ব্যবসায়ী নেতা সারোয়ার আলম মিথুন, মাছুম আহমদ, মতিউর রহমান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪০৭