প্রকাশিত: ২১ মে, ২০২৩ ১১:১৬ (শনিবার)
বালাগঞ্জে শ্রমিক নেতার দাফন সম্পন্ন, এমপি হাবিবের শোক

অটোরিক্স (সিএনজি) শ্রমিক ইউনিয়ন গহরপুর বালাগঞ্জ উপ-পরিষদের সাবেক সভাপতি, দেওয়ান বাজার ইউনিয়নের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহমদপুর গ্রামের বাসিন্দা আবুল কালাম (৫০) আকস্মিক ইন্তেকাল করেছেন।

তিনি গত শুক্রবার সন্ধ্যায় আকস্মিকভাবে হৃদরোগে আক্রান্ত হলে সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২০ মে) রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী এবং ৩ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে শনিবার (২০ মে) বিকাল ২টায় স্থানীয় আহমদপুর জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, বালাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, দেওয়ান বাজার ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক হাজী এমএ মালেক, সদস্য সচিব মইনুল ইসলাম সালেহ, অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গহরপুর শাখার সভাপতি আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আমির আলী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল প্রমুখ শরিক হন। জানাজার পূর্বে বক্তৃতাকালে সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব শ্রমিক নেতা আবুল কালামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।

তিনি প্রয়াত আবুল কালামের শোকাহত স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তাদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সিলেটভিউ২৪ডটকমজিলু/ মাহি