প্রকাশিত: ২২ মে, ২০২৩ ১৪:১৮ (বৃহস্পতিবার)
আজমিরীগঞ্জে ভুমিসেবা সপ্তাহ উদ্বোধন

স্মার্ট ভুমি সেবা প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় হবিগঞ্জের আজমিরীগঞ্জে ভুমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও ভুমি অফিসের আয়োজনে এক বর্ণ্যাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


সোমবার (২২ মে) সকাল এগারোটায় ভুমি সেবা সপ্তাহ-২০২৩ উদ্বোধন উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভায় মিলিত হয়। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল ভৌমিকের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভুমি) শফিকুল ইসলামের সঞ্চালনায় র্যালি ও আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মর্তুজা হাসান। 


আলোচনা সভায় ডিজিটাল ভুমি সেবার বিভিন্ন দিক সম্পর্কে  আলোচনা করা হয় ।

 
এ সময় বক্তরা ডিজিটাল ভুমি সেবা সম্পর্কে জনসাধারণের দৌড় গোড়ায় কিভাবে পৌঁছে দেয়া যায় এই বিষয়ে ও আলোচনা করেন । 


আলোচনা সভায় অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা  কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব,আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা একরাম হোসেন,জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, আজমিরীগঞ্জ সরকারি কলেজের লেকচারার জীবন চন্দ্র চন্দ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও জনপ্রতিনিধি ও জনসাধারণ প্রমুখ।  

 

সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/ইআ-১১