প্রকাশিত: ২২ মে, ২০২৩ ১৭:৪৭ (সোমবার)
আজমিরীগঞ্জে প্রধানমন্ত্রীকে হুমকির প্রতিবাদে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ, অংঙ্গ সংগঠনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

 
সোমবার (২২ মে) বিকাল ৩টায় বিক্ষোভ মিছিলটি আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভুইয়া মার্কেটস্থ অস্থায়ী দলীয় কার্যালয় থেকে আরম্ভ হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এসে সমাপ্ত হয়৷
 

বিক্ষোভ মিছিল শেষে আওয়ামী লীগের কার্যালয়ে এক  প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তারা প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতাকে অবিলম্বে গ্রেপ্তারপুর্বক হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
 

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কাকাইলছেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজবাহ উদ্দীন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনোয়ার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লোকমান মিয়া, জামান আলী, নজরুল ইসলাম বাবুল, আউয়াল মিয়া, জয়ন্ত দাস, এডভোকেট আবুল আজাদ, পৌর আওয়ামী লীগের সভাপতি হোসেন আহমেদ বুলবুল, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক এবায়দুর রহমান রাসেলসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-৪৫২