প্রকাশিত: ২২ মে, ২০২৩ ২০:৫৪ (রবিবার)
মৌলভীবাজারে ভূমি সেবা সপ্তাহ শুরু

মৌলভীবাজার সদর উপজেলা ভূমি অফিসে ভূমি সেবা সপ্তাহের শুরু হয়েছে।
 

সোমবার (২২ মে) সকালে সদর উপজেলা ভূমি অফিসে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
 

‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়' এই প্রতিপাদ্য নিয়ে শুরু হওয়ায় এই সপ্তাহে প্রথম দিনে ৩১ জন সেবাগ্রহীতাদের বিভিন্ন সেবা দেওয়া হয়েছে।
 

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা উপকারভোগীদের হাতে ই-মিউটেশনেট মাধ্যমে সম্পাদিত নামজারি খতিয়ানের কপি, অনলইনে পরিশেধকৃত ভূমি উন্নয়ন করের দাখিলা তুলে দেন।
 

এ সময় সাদিয়া সুলতানা উপকারভোগীদের উদ্দেশ্যে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা, নামজারি ব্যবস্থা, সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।

 


সিলেটভিউ২৪ডটকম/অনি/এসডি-৪৭৪