প্রকাশিত: ২৩ মে, ২০২৩ ১৩:৫৩ (সোমবার)
জগন্নাথপুরে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে আ. লীগের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে প্রাণনাশের হুমকির প্রতিবাদে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যাগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে উপজেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয় থেকে বের হওয়ার বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর পয়েন্টে পথসভায় মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু,আওয়ামী লীগ নেতা আব্দুল কাইয়ুম মশাহিদ, বিজন কুমার দেব, সুজিত কুমার রায়,আকমল খান, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, প্যানেল মেয়র সাফরোজ ইসলাম,কাউন্সিলর সুহেল আহমেদ,পৌর যুবলীগ নেতা আকমল হোসেনভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা রাজশাহী বিএনপির সভাপতি আবু সাঈদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সিলেটভিউ২৪ডটকম/সুনু/ মাহি