প্রকাশিত: ২৩ মে, ২০২৩ ২০:৩৬ (শুক্রবার)
কমলগঞ্জে সাপের ছোবলে গৃহবধুর মৃত্যু

মৌলভীবাজারের কমলগঞ্জে বিষধর সাপের ছোবলে এক গৃহবধুর মৃত্যুর হয়েছে।
 

মঙ্গলবার দুপুরে মাধবপুর ইউনিয়নের হিরামতি গ্রামে এ ঘটনা ঘটে।
 

নিহতের নিকট আত্মীয় প্রদীপ সিংহ জানান, বাবুল সিংহের স্ত্রী ঝর্ণা সিংহা (২৭) গরুর খাবারের জন্য বাড়ীর গোয়াল ঘরের পাশ থেকে কচু কাটতে যান। কচু কাটার সময় ঝর্ণা সিংহার বাম হাতে বিষধর সাপে ছোবল মারে। এ ছোবল মারার পর পরিবারের লোকজন কাপড় দিয়ে বেঁধে চিকিৎসার জন্য দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। পরে সাপেড় কামড়ের ইঞ্জেকশন দেওয়ার পরও তার মৃত্যু হয়।
 

হাসপাতাল থেকে মৃত ঘোষণা করে পরিবারের সদস্যরা নিহতের শরীর গরম থাকার কারনে তাকে সৎকার না করে শ্রীগোবিন্দপুর চা বাগানে বসবাসকারী স্থানীয় এক ওজার (সাপুড়ের) কাছে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা ৬টায় ঝর্ণা মারা গেছে বললে তার আত্মীয়রা লাশ সৎকার করার উদ্যোগ নেয়।
 

মৌলভীবাজার সদর হাসপাতালের আরএমও ফয়ছয়ুজ্জামান বলেন, সাপের কামড়ের ইঞ্জেকশন দেয়ার পূর্বে বিষ শরীরের ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জয়নাল/এসডি-৫০৫