নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল হয়েছে।
বৃহস্পতিবার (২৫ মে) দুপুর আড়াইটায় গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার। সহকারী শিক্ষক আব্দুল আয়াজের সঞ্চালনায় বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোহাম্মদ কামরান চৌধুরী, প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, শিক্ষানুরাগী সদস্য সাইদুর রহমান সাইদুল, সহকারী শিক্ষক বিশ্বনাথ নাহা প্রমুখ। দোয়া পরিচালনা করেন পাথারিয়া গাংকুল মনসুরিয়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক খালেদ আহমদ।
সিলেটভিউ২৪ডটকম/লাভলু