প্রকাশিত: ০১ জুন, ২০২৩ ১৮:৩০ (বুধবার)
সিলেটে তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি

সিলেটে গত ২-৩ দিন ধরে টানা দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছিলো সিলেটের জনজীবন।
 

গত ২ দিনের মতো বৃহস্পতিবারও (১ জুন) দিনভর প্রখর রৌদ্রতাপের ফলে বয়ে যাচ্ছিলো অসহনীয় গরম। গরম থেকে রক্ষা পেতে মানুষের প্রার্থনা ছিলো বৃষ্টি। অবশেষে সন্ধ্যার ঠিক আগ মুহুর্তে সিলেটে দেখা মিলেছে এক পশলা স্বস্তির বৃষ্টির।
 

সন্ধ্যা ৬টার দিকে নগরীর বিভিন্ন স্থানে শুরু হয় দমকা হাওয়া মাঝারি ধরনের বৃষ্টি।

এদিকে সিলেটসহ দেশের চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
 

পাশাপাশি সিলেটসহ তিন অঞ্চলে দিনের তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি। এ ছাড়া যেসব অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকতে পারে।
 

বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।সংস্থাটি জানায়, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
 

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।


 


সিলেটভিউ২৪ডটকম/ মাহি/এসডি-১৩