সরকারে নিযুক্ত দুই মন্ত্রী, এক প্রতিমন্ত্রী এবং প্রধান পাঁচ উপদেষ্টা পদত্যাগ করেছেন। রবিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগে তারা পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সরকারের টেকনোক্র্যাট দুই মন্ত্রী হচ্ছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম পদত্যাগ করেছেন।
পদত্যাগকারী প্রধানমন্ত্রীর উপদেষ্টারা হলেন, ড. গওহর রিজভী, তারিক আহমেদ সিদ্দীক, ড. মসিউর রহমান, ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও সজীব ওয়াজেদ জয়।
প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান ফজলুর রহমান সংসদ সদস্য হওয়ায় তিনি পদত্যাগ করেননি।
মোস্তফা জব্বার বলেছেন, বিষয়টি কেবিনেটে খোঁজ নিন। আমি ২০১৮ সালের কাহিনিটা বলতে পারি। তা হলো- সেসময় আমাদের পদত্যাগ করতে বলা হলো। আমরা পদত্যাগপত্র পাঠিয়ে দিলাম। রাষ্ট্রপতি তা গ্রহণ করলেন। তখন থেকে আমরা ইনেকটিভ হয়ে গেলাম। এবারও তাই হবে।
প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান জানান, তিনি পদত্যাগ করেছেন। মন্ত্রিপরিষদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে যারা সংসদ সদস্য নন, তাদের পদত্যাগ করতে বলা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক