প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৩ ১৫:৫০ (শনিবার)
জকিগঞ্জ মুক্ত দিবস বাস্তবায়নে লন্ডনে র‍্যালি করলো জকিগঞ্জ এসোসিয়েশন

বাংলাদেশের ইতিহাসে ১৯৭১ সালের একুশে নভেম্বর স্বাধীনতা যুদ্ধে সিলেটের জকিগঞ্জ প্রথম মুক্তাঞ্চল হিসাবে পতাকা উত্তোলিত হয়। দেশ স্বাধীনের ৫২ বছর পেরিয়ে গেলেও আজও দিবসটির স্বীকৃতি মিলেনি।

সরকারিভাবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে দেশে বিদেশে এই আন্দোলন রয়েছে চলমান। প্রতিবছরের ন্যায় দিবসটিতে জকিগঞ্জ এসোসিয়েশন ইউকে গেল ২১ শে নভেম্বর লন্ডনের আলতাব আলী পার্কের শহীদ মিনারে জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন ও একটি র‍্যালি বের করা হয়। র‍্যালি বাঙ্গালি অধ্যুষিত এলাকা আলতাব আলী পার্ক থেকে শুরু হয়ে ব্রিক্লেইন  জামে মসজিদে গিয়ে শেষ হয়।

জকিগঞ্জ এসোসিয়েশন ইউকের সভাপতি কাউন্সিলর সেরওয়ান চৌধুরীর সভাপতিত্বে জেনারেল সেক্রেটারি আবুল হোসেনের সঞ্চালনায় এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- টাওয়ার হামলেটসের স্পিকার জাহেদ চৌধুরী।

বিশেষ অতিথি বীর মুক্তিযোদ্ধা আপাশেন এর সিও মাহমুদ হাসান এমবিই, সাবেক মেয়র কাউন্সিলর ফারুক আহমেদ চৌধুরী, টাওয়ার হামলেটস এর ডেপুটি স্পিকার জকিগঞ্জের কৃতি সন্তান ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন- জকিগঞ্জ এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা কামাল এমসিএ রহমান, আলিনগর ইউনিয়ন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, জকিগঞ্জ এসোসিয়েশনের ট্রেজারার গোলাম মর্তুজা চৌধুরী ইকবাল, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন চৌধুরী ফেরদৌস, যুগ্ম সম্পাদক আখতারুজ্জামান, জয়েন্ট সেক্রেটারি ফজলে আহমেদ চৌধুরী একলিম, সিনিয়র ইসি মেম্বার একে আজাদ তাপাদার লিটু, জয়েন্ট সেক্রেটারি জয়নুল আবেদীন, জয়েন্ট সেক্রেটারি শাকিল সাইদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কাজী খালেদ আহমেদ, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গুলজার আহমেদ, সহকারি ট্রেজারার মইনুদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফফার, কামাল আহমেদ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম, আশফাক আহমেদ চৌধুরী, তাজুল ইসলাম, আলিনগর সমিতির সহ-সভাপতি আতিক আহমেদ চৌধুরী প্রমুখ।

পরিশেষে আলিনগর সমিতির নেতৃবৃন্দ এ দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন। দোয়া পরিচালনা করেন মেনর পার্ক মসজিদের খতিব হাফিজ মওলানা এনামুল হক।

উল্লখ্য, জকিগঞ্জের মানুষের দীর্ঘদিনের এ দাবিটি বাস্তবায়তনে  জকিগঞ্জ এসোসিয়েশনের নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের সাথে এ নিয়ে বৈঠক অনুষ্টিত হয়েছে। দাবিটি বাস্তবায়নে মন্ত্রী আশ্বাস দিলেও আজও উপেক্ষিত রয়েছে।

 


সিলেটভিউ২৪ডটকম/জুনেদ/এসডি-৫১৬