সুইডেন আওয়ামী লীগ এর সভাপতি এ এইচ এম জাহাঙ্গীর কবির গত ২১ নভেম্বর মারা যান। সুইডেন সরকারের নিয়ম অনুযায়ী দাপ্তরিক সকল কার্যক্রম সম্পন্ন করে শুক্রবার জুম্মার নামাজের আগে হালুন্দা মসজিদের খতিব মাওলানা সাইফুদ্দিন এর পরিচালনায় তার জানাজা সম্পন্ন করা হয়।
জানাযার নামাজের পূর্বে উপস্থিত মুসল্লি দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত কথা বলেন পরিবারের পক্ষ থেকে জাহাঙ্গীর কবিরের দুই ছেলে এবং সুইডেন আওয়ামী লীগ এর পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ বজলুল বারী মাছুম।
এসময় সুইডেন আওয়ামী লীগ এর নেতাকর্মী ও বাংলাদেশি কমিউনিটির বিপুল সংখ্যক জনসাধারণের উপস্থিতিতে এবং সুইডেনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মান্যবর রাষ্ট্রদূত মেহেদী হাসান ও দুতাবাসের কর্মকর্তা বৃন্দ জানাযায় উপস্থিত ছিলেন।
সুইডেন আওয়ামী লীগ এর পক্ষ থেকে মরহুম এ এইচ এম জাহাঙ্গীর কবির এর স্মরণে ও তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে আগামী ৩রা ডিসেম্বর এক শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সিলেটভিউ২৪ডটকম/ নাজাত