দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় ৪ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। বাকী ৩ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।
সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচনে অংশগ্রহণকারী ৪ জন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী পরিবেশ, বন ও জলবায়ূ পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি টানা চতুর্থবার এমপি নির্বাচিত হন।
নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ১ লক্ষ ৩৬ হাজার ৩০৮ ভোট। প্রতিদ্বন্ধী প্রার্থী নির্বাচন বর্জনকারী জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ০৯৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ট্রাক প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫২৫ ভোট ও তৃণমূল বিএনপি প্রার্থী মো: আনোয়ার হোসেন মঞ্জু সোনালী আঁশ প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫৩৭ ভোট। নির্বাচনী এলাকায় বাতিল হয় ২ হাজার ৪৩১ ভোট। দুই উপজেলায় মোট ৩ লক্ষ ১৫ হাজার ৬৩৫ ভোটের মধ্যে ১ লক্ষ ৪৫ হাজার ৮৯৯ ভোট প্রদান করা হয়।
জামানত রক্ষার্থে মোট প্রদত্ত ভোটের ৮ ভাগের এক ভাগ অর্থাৎ ১৮ হাজার ২৩৭ ভোট পেতে হয়। এ আসনে উল্লেখিত ভোট না পাওয়ায় জাতীয় পার্টি প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ময়নুল ইসলাম ও তৃণমূল বিএনপি প্রার্থী মো. আনোয়ার হোসেন মঞ্জুর জামানত বাজেয়াপ্ত হয়।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২০৯