প্রকাশিত: ১৬ জানুয়ারী, ২০২৪ ১৭:৪৩ (সোমবার)
দোয়ারাবাজারে দুস্থ মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

সুনামগঞ্জের দোয়ারাবাজারে সুরমা ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিল প্রকল্পের আওতায় ২০২২-২৩ অর্থ বছরের প্রশিক্ষণ প্রাপ্ত ১২ জন দরিদ্র মহিলাদের কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
 

মঙ্গলবার সুরমা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা আসক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন- স্থানীয় সরকার উপ-পরিচালক সুনামগঞ্জের দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন- সুরমা ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ।
 

আরো উপস্থিত ছিলেন- ইউপি সদস্য জোৎসা রায়, শেফালী বেগম, জাহানারা বেগম, আব্দুর রউফ, মনির উদ্দিন, শাহজাহান মিয়া, মাসুদ মিয়া, মোশাররফ হোসেন ফরাজি, জামাল উদ্দিন, আব্দুল হামিদ, হাছন আলী, আহসান উদ্দিন, ইউপি সচিব শামসুল আলম, হিসাব সহকারী কাম-কম্পিউটার অপারেটর ইউসুফ মিয়া, উদ্যোক্তা মোস্তফা আহমেদ প্রমুখ।

 


সিলেটভিউ২৪ডটকম/তাজুল/এসডি-৩১৯