গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের তিন দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা - ২০২৪ এর শুভ উদ্বোধন করেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেটের সরকারী কৌশুলী এডভোকেট মো: রাজউদ্দিন (জিপি)।
আগামী ১৬.১৭ ও ১৮ জানুয়ারী কলেজ প্রাঙ্গণে তিনদিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে।
প্রধান অতিথির বক্তব্যে কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেটের সরকারী কৌশুলী এডভোকেট মো: রাজউদ্দিন (জিপি) বলেন, শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা খুব জরুরি। কারণ, আমরা মানুষ হব। মানুষ হয়ে জন্মালেই মানুষ হয় না। মানুষ হয়ে জন্মানোর পর মানুষ হতে হলে তার মানবিকতার গুণসহ আরও অনেক গুণ অর্জন করতে হয়। সেই জন্যই সুস্থ দেহ ও সুন্দর মন দরকার।
কলেজের অধ্যক্ষ মো: সুজাত আলী রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সিলেটের সরকারী কৌশুলী এডভোকেট মো: রাজউদ্দিন (জিপি)।
আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মহী উদ্দিন, সহকারী অধ্যাপক শামসুন নাহার, তৈমুছ আলী, বরণ কুমার, শাহ শফিকুল, রতিলাল রায়, রফিকুল ইসলাম, জান্নাত আরা, কৃপাসিন্ধু দাস, নিখিল রন্জন, প্রভাষক সনজিত নারায়ন, আকবর আলী, তপন কুমার, আমিন উদ্দিন, নজরুল ইসলাম, শিল্পী সমাজপতি, বাবুল চন্দ্র, আবুল হাসনাত, শহীদ রাজা, খলিলুর রহমান, মফিজুল ইসলাম, কুতুব উদ্দিন, সালমা বেগম, শিমুল পাল প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম /প্রেবি/