প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী, ২০২৪ ২১:০২ (সোমবার)
স্কুল পর্যায়ের ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের রাজিন ও সিদ্দিকুর

স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার জাতীয় পর্যায়ের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শীতকালীন ৫২তম ক্রীড়া প্রতিযোগিতার ব্যাডমিন্টন (বালক) দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট বিভাগের দল বকুল অঞ্চল।
 

রবিবার ৫২তম জাতীয় শীতকালীন স্কুল-মাদ্রাসা ও কারিগরি ক্রীড়া প্রতিযোগিতার ইভেন্টটির চূড়ান্ত পর্বের খেলা রাজশাহী শারীরীক শিক্ষা কলেজ জিমনাসিয়ামে অনুষ্ঠিত হয়।
 

খেলায় সিলেট ও চট্টগ্রাম বিভাগ নিয়ে গঠিত  বকুল অঞ্চল চাঁপা অঞ্চল, পদ্মা অঞ্চল ও গোলাপ অঞ্চলকে পরাজিত করে চ্যাম্পিয়ান শীপের গৌরব অর্জন করে। বকুল অঞ্চলের দলে খেলায় অংশ নেন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইলের দশম শ্রেণির শিক্ষার্থী রাজিন আহমদ ও সিদ্দিকুর রহমান।
 

ব্যাডমিন্টনে শিরোপা জয়ী রাজিন আহমদ ও সিদ্দিকুর রহমানের বাড়ি গোলাপগঞ্জ উপজেলা ঢাকাদক্ষিণ ইউনিয়নে। এর আগে তারা উপজেলা, জেলা, উপ-অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ান শীপের গৌরব অর্জন করে সুযোগ পেয়ে যান চূড়ান্ত পর্যায়ে। এদিকে একক ইভেন্টে রানার আপ হয়েছেন রাজিন আহমদ।



 


সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৮৭১