প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৪ ০২:১৪ (বৃহস্পতিবার)
আইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়

বিদেশে উচ্চশিক্ষা নিতে চাইলে ওই দেশের ভাষায় দক্ষতা জরুরি। বিশেষ করে বেশিরভাগ দেশেই আইএলটিএস ছাড়া ভর্তি হওয়া যায় না। কিন্তু জার্মানির কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই ভর্তির সুযোগ রয়েছে। তবে আইএলটিসের বিকল্প পরীক্ষা নেওয়া হয়। জানুন এসব বিশ্ববিদ্যালয় সম্পর্কে।


জার্মানির যেসব বিশ্ববিদ্যালয়ে আইএলটিএস ছাড়াই পড়া যায়

ইউনিভার্সিটি অব কাইসারস্লটার্ন।

ইউনিভার্সিটি অব সিয়েজেন।

ফ্রি ইউনিভার্সিটি অব বার্লিন।


ইউনিভার্সিটি অব গিজেন।

ইউনিভার্সিটি অব কোবলেঞ্জ অ্যান্ড ল্যান্ডউ।

ব্রাউনচেইইউগ ইউনিভার্সিটি অব টেকনোলজি।

এসলিনজেন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্স।

 

আইইএলটিএসের বিকল্প পরীক্ষা কী

জার্মানের বিশ্ববিদ্যালয়গুলোতে আইইএলটিএস ছাড়া ভর্তির সুযোগ আছে। তবে আইইএলটিএসের বিকল্প একটি পরীক্ষা নেবে বিশ্ববিদ্যালয়গুলো। ভাষা দক্ষতার প্রমাণ হিসেবে তারা এ পরীক্ষা নেবে।

ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য আগের শিক্ষাপ্রতিষ্ঠানের কোর্সে সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়েছিল, এমন একটি সনদ জার্মানির বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে। অর্থাৎ সর্বশেষ পড়া শিক্ষাপ্রতিষ্ঠানের সব কোর্স যদি সম্পূর্ণ রূপে ইংরেজি ভাষায় পড়ানো হয়, সেটির সনদ জমা দিতে হবে ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণের জন্য।

 

শিক্ষার্থী স্নাতকে সব কোর্স সম্পূর্ণভাবে ইংরেজি মাধ্যমে পড়লে আইইএলটিএস লাগবে না। শিক্ষার্থীর যদি পিটিই (PTE), টোয়েফল (TOEFL), ডুয়োলিঙ্গো (Duolinguo) বা সিএই (CAE) পরীক্ষার সনদ থাকে তবে আইইএলটিএস পরীক্ষা দিতে হবে না।

কিছু জার্মান বিশ্ববিদ্যালয় আছে, যেগুলো আবেদনকারীর সাক্ষাৎকার নিয়ে শিক্ষার্থীদের ইংরেজি ভাষায় দক্ষতা যাচাই করে।


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/মিআচৌ