
গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি আবদুল হাকিম চৌধুরীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেছেন গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল কাদির, সাধারণ সম্পাদক এস এম শাহীন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের নেতৃত্বে পশ্চিম জাফলং ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ।
সোমবার (১০ জুন) আবদুল হাকিম চৌধুরীর বাসভবনে বিকাল ৪ ঘটিকায় এই সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, এসময় আগামী দিনের আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা মুলক আলোচনা হয়, যে কোন পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের পাশে থাকার আশ্বাস দেন বিএনপি নেতা আব্দুল হাকিম চৌধুরী।
এসময় আরো উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম ও সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম / মতিন/ নাজাত