প্রকাশিত: ১৪ জুন, ২০২৪ ১৬:০৭ (সোমবার)
রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা সোনাধন গোপের শেষ বিদায়

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সোনাধন গোপ (৭৪) মৃত্যুবরণ করছেন।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল ৪ টায় উপজেলার জলসুখা ইউনিয়নের পাঠুলী পাড়ার নিজ বাড়ীতে বার্ধক্য ও অসুস্থ্য জনিত কারনে তিনি মৃত্যুবরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুণাগ্রহী রেখে গেছেন।

বৃহস্পতিবার বিকাল ৫ টায় পাঠুলীপাড়া মাঠে প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধাকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার  প্রদান করা হয়। মাঠে কফিনে জাতীয় পতাকা জড়িয়ে দিয়ে বীর মুক্তিযোদ্ধা সোনাধন গোপকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে উপজেলা প্রশাসন এবং গার্ড অফ অনার প্রদান করেন আজমিরীগঞ্জ থানা পুলিশ।

এসময়  উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা নঈম উল্ল্যাহ, আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার জণসাধারণ প্রমূখ।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে  জলসুখা শ্মশান ঘাঠে বীর মুক্তিযোদ্ধা সোনাধন গোপের এর শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।


 


সিলেটভিউ২৪ডটকম/মিলাদ/এসডি-৫২৮০