![ভাইয়ের হাতে ভাই খু ন](https://www.sylhetview24.news/images/news/371/370079.jpeg)
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় জমি নিয়ে বিরোধের জেড়ে আপন বড়ভাইয়ের হাতে প্রাণ হারিয়েছেন ছোটভাই। আজ শনিবার (১৫ জুন) বিকলে চারটার দিকে উপজেলার নিয়াগুল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইব্রাহীম আলী (৪৫) ঐ গ্রামের হোসেন আহমদের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত বড়ভাই রুহুল আমিন পলাতক রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম।
তিনি সিলেটভিউকে জানান,নিয়াগুল গ্রামে জমি নিয়ে দুই ভাইয়ের মারামারিতে একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।
জানা গেছে, ইব্রাহীম ও রুহুলের মধ্যে জমি নিয়ে পারিবারিকভাবে বিরোধ ছিলো। আজ শনিবার বিকেলে জমি নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে বড়ভাই রুহুল আমিন একটি রড দিয়ে ছোটভাই ইব্রাহিমকে আঘাত করে। এতে গুরুতর আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
সিলেটভিউ২৪ডটকম / মাতিন / মাহি