প্রকাশিত: ০৩ জুলাই, ২০২৪ ২০:০১ (রবিবার)
‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’কে ঘিরে সিলেটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’কে সামনে রেখে সিলেট বিভাগীয় পর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুলাই) বিকেলে সিলেট নগরীর একটি হোটেলের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত প্রফেসর বিজিত কুমার ভট্টাচার্য, অ্যাসোসিয়েশনের সদস্য মো. কালাম জুবায়ের নিশাদ ও ফুজায়েল আহমদ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক প্রিতম পাল।

মতবিনিময় সভায় জানানো হয়, বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ১৯তম বারের মতো ‘বাংলাদেশ অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’ এর আয়োজন করছে, যা সারা দেশে শিশু-কিশোর জ্যোতির্বিজ্ঞান অনুরাগীদের জন্য একটি প্রধান ইভেন্ট। এ বছরের অলিম্পিয়াডে জুনিয়র শিক্ষার্থীদের (বয়স ১৪-১৫) এবং সিনিয়র শিক্ষার্থীদের (বয়স ১৬-১৮) জন্য তিনটি ধাপে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ রয়েছে। তিনটি ধাপ হলো: আঞ্চলিক রাউন্ড, জাতীয় রাউন্ড এবং আন্তর্জাতিক রাউন্ড।

সম্ভাব্য অংশগ্রহণকারীদের বাছাই কার্যক্রম পুরো দেশের ১০টি সেন্টারের মধ্যে সিলেট বিভাগে সর্বপ্রথম শেষ হয়েছে। অলিম্পিয়াড আয়োজক কমিটি সিলেট বিভাগে ২০০ সিটের বেশি আবেদন সংখ্যা পড়ার কারণে সার্ভার বন্ধ করতে বাধ্য হয়। এই সম্পূর্ণ কার্যক্রম পুরো সিলেট বিভাগে ব্যাপক সাড়া ফেলেছে।

‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’-এর সিলেট বিভাগীয় প্রথম রাউন্ডের পরীক্ষা আগামী ৬ জুলাই মেট্রোপলিটন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল সাড়ে ৩টা অবধি চলবে পরীক্ষা।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানানো হয়, এবারের এই আয়োজনের থিম ফটো হিসেবে একজন নভোচারীর ফটো ব্যাবহার করা হয়েছে। কারণ বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন রাশিয়ার সরকার এবং রাশিয়ান স্পেস এজেন্সির সহোযোগিতায় প্রথম বাংলাদেশী নভোচারী মহাকাশে পাঠাতে চায়। ২০২৫ সালে এই ব্যাপারে অনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

মেট্রোপলিটন ইউনিভার্সিটি জিওগ্রাফি অ্যান্ড অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সাংগঠনিক সহায়তায় মেট্রোপলিটন ইউনিভার্সিটি ‘এপেক্স অ্যাস্ট্রো অলিম্পিয়াড’ এর সিলেট বিভাগীয় ভেন্যু পার্টনার হিসেবে কাজ করছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে