প্রকাশিত: ১৪ জুলাই, ২০২৪ ২৩:৫৫ (রবিবার)
এমইউ ফুটসাল: চতুর্থ দিনে সম্পন্ন হলো আরও ৬টি ম্যাচ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি (এমইউ) ফুটসাল সিজন থ্রি’র চতুর্থ দিনে ছয়টি ম্যাচ সম্পন্ন হয়েছে। রোববার (১৪ জুলাই) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের মাঠে এসব ম্যাচের খেলা সম্পন্ন হয়।

দিনের প্রথম ম্যাচে সিএসই নাটশিল্ড ১-০ গোলে হারায় পাইরেটস অব সিএসই টিমকে। বিজয়ী দলের রাফি হন ম্যাচসেরা।

জাস্টিস ওয়ারিয়র্স অব এলএলবি ১-১ গোলে ড্র করে ইংলিশ ওয়ারিয়র্স টিমের সাথে। জাস্টিস ওয়ারিয়র্সের নাহিদের হাতে ওঠে ম্যাচসেরার পুরস্কার।

তৃতীয় ম্যাচে সিএসই নাটমেগসের বিপক্ষে ১-০ গোলে জয় পায় বিবিএ ফ্যালকন। বিজয়ী দলের উসামা হন ম্যান অব দ্য ম্যাচ।

পরের ম্যাচে লিগ্যাল স্ট্রাইকার্স গোলশূন্য ড্র করে সিএসই টাইমলেস টাইটানস টিমের সাথে। রাব্বি হন ম্যাচসেরা।

পঞ্চম ম্যাচে জুরিস লিজেন্ডস অব এলএলবি টিম ১ গোলে হেরে যায় এসডব্লিউই ডায়নামাইটস টিমের কাছে। জয়ী দলের মোতাহারের হাতে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার ওঠে।

দিনের শেষ ম্যাচে ডিপার্টমেন্ট অব ইংলিশ ১-০ গোলে হারায় বিবিএ ড্রাগন্স টিমকে। ডিপার্টমেন্ট অব ইংলিশের হৃদয় হন ম্যাচসেরা।

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি স্পোর্টস ক্লাবের উদ্যোগে এই ফুটসাল টুর্নামেন্ট চলছে। এবারের আসরে টাইটেল স্পন্সর হিসেবে এলিট মটরস এবং পাওয়ার্ড বাই স্পন্সর সুলতান’স ডাইন। আসরে ফুড স্পন্সর করেছে ঘর ফুড কার্ট। স্পন্সর হিসেবে রয়েছে সিটি ওভারসিজ, সিটি এভিয়েশন একাডেমি এবং tikache.com।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে