বাংলাদেশ পুলিশের দুই জন অতিরিক্ত আইজিপি, পাঁচ জন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার ৪৮ কর্মকর্তাসহ মোট ৫৫ জনকে একযোগে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা আলাদা চারটি প্রজ্ঞাপনে এসব বদলি করা হয়। রাষ্ট্রপতির আদেশে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুবুর রহমান শেখ।
প্রজ্ঞাপনে দেখা গেছে সিলেট বিভাগে দুই পুলিশ কর্মকর্তার অদল-বদল হয়েছে। এর মধ্যে সিলেটের একজন ও সুনামগঞ্জের একজন।
প্রজ্ঞাপন অনুযায়ী চট্রগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদোন্নতি পেয়ে সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে পদায়ন হয়েছেন।
এবং সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ পদোন্নতি পেয়ে কক্সবাজার ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) হিসেবে পদায়ন হয়েছেন।
সিলেটভিউ২৪ডটকম / নাজাত