প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৪ ১৭:৫১ (রবিবার)
হিন্দু সম্প্রদায়ের উপর হা ম লা র প্র তি বা দে শাল্লায় সভা অনুষ্ঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ ও নির্যাতনের প্রতিবাদে সুনামগঞ্জের শাল্লায় মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

রবিবার (১১ আগস্ট) বেলা ২টায় শাল্লার সনাতনী নাগরিক সমাজের উদ্যোগে কালী মন্দির থেকে ব্যানার ও প্লেকার্ড নিয়ে হাজার হাজার সনাতনীরা মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সনাতনীরা বাংলাদেশের বিভিন্ন জেলায় মন্দির ও বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের প্রতিবাদ মিছিলে হিন্দুদের সুরক্ষায় বিভিন্ন স্লোগান দেন।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাল্লা উপজেলা শাখার সভাপতি অধ্যাপক তরুণ কান্তি দাস, সাধারণ সম্পাদক সাংবাদিক জয়ন্ত সেন ও শাল্লা কেন্দ্রীয় কালী মন্দির কমিটির সভাপতি ও বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, বাংলাদেশে যেকোন সরকার পালাবদলের সাথে সাথেই শুরু হয় হিন্দু সম্প্রদায়ের মন্দির, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লোটপাট ও অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের নির্যাতন। যেকোন আন্দোলন সংগ্রাম আমরা সবাই মিলে করে থাকি কিন্তু আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর কেন হামলা হয়? এরা কি বঙ্গালী নাকি নন বঙ্গালী? এই দুর্বৃত্তদের হামলার ভয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষজন তাদের পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সাম্প্রতিক এই হামলা বন্ধসহ হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত এবং আক্রমণকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

তারা সরকারের নিকট সংখ্যালগুদের সুরক্ষা কমিশন গঠন সহ বিভিন্ন দাবী উত্থাপন করে বলেন যতক্ষন না পর্যন্ত আমাদের দাবী আদায় না হয়েছে আমরা ঘরে ফিরব না প্রয়োজনে আবারো কর্মসূচি দেওয়া ঘোষণা দেন।


 


সিলেটভিউ২৪ডটকম/সন্দীপন/এসডি-৬৪৮৬