সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টোয়েলভে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামছে লাল সবুজেরা। আজ রোববার বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি। এর আগে কখনো এই মাঠে টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ দল।

১৯৯০ সালে শারজাহ স্টেডিয়ামে সর্বপ্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে টাইগাররা। অস্ট্রাল-এশিয়া কাপ নামে সেই টুর্নামেন্টের চতুর্থ ও ষষ্ঠ ম্যাচ খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের কাছে ১৬১ রানে ও অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশ।


শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে সবমিলিয়ে পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ। পাঁচটি ম্যাচেই সঙ্গী হয়েছে হারের যন্ত্রণা!

১৯৯৫ সালের পর শারজাহ স্টেডিয়ামে আরও কোন ম্যাচ খেলেনি বাংলাদেশ দল। ২৬ বছর পর আজ আবারও শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে টাইগাররা।

সুপার টোয়েলভে বেশ কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। গ্রুপ-‘১’ এ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার মতো দলের বিপক্ষে লড়তে হবে টাইগারদের।

আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। একটা সময় তাদের বিপক্ষে হারের বৃত্তেই আটকে ছিল বাংলাদেশ। তবে দিন বদলেছে। এখন ওয়ানডে কিংবা টি-টোয়েন্টিতে সমানতালে লড়েন মুশফিকুর রহিমরা।

টি-টোয়েন্টিতে উভয় দল মুখোমুখি হয়েছে ১১ বার। এর মধ্যে লঙ্কানরা ৭টিতে এবং টাইগাররা ৪টিতে জয়ী হয়।

অতীতের এই পরিসংখ্যান ভুলে বাংলাদেশ আজ জয়ের দিকেই চোখ নিবদ্ধ করে রেখেছে। জয় দিয়েই শারজাহ রাঙাতে প্রস্তুত বাংলাদেশ।

সিলেটভিউ২৪ডটকম/আইএ/আরআই-কে