জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ আওয়ামী লীগের টানা তিনবারের উপদেষ্টা, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক প্রবীণ রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ আবু নছর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বাদ জোহর হজরত শাহজালাল (র.)-এর দরগা মসজিদে সৈয়দ আবু নছরের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজ শেষে দরগাহ কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।


জানাজায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগরের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন, হবিগঞ্জ-১ আসনের এমপি গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, সিলেটের বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মী, যুবলীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রায় সহস্রাধিক নেতাকর্মী জানাজায় উপস্থিত ছিলেন।

শনিবার রাত সাড়ে ৯টার সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে, আত্মীয়-স্বজন, অগণিত রাজনৈতিক কর্মী-সমর্থকসহ গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেট আওয়ামী লীগ পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন।

উল্লেখ্য, অ্যাডভোকেট সৈয়দ আবু নছর সিলেট জজ কোর্টের সাবেক পিপি ও কুচাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি জাতির পিতার অত্যন্ত বিশ্বস্থ কর্মী ছিলেন। ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাবস্থায় সৈয়দ আবু নছরকে স্থানীয় সরকার সংশ্লিষ্ট একটি কর্মশালায় যুক্তরাজ্য ও রাশিয়ায় পাঠিয়েছিলেন। সৈয়দ আবু নছর অসুস্থ থাকাকালীন বিভিন্ন সময় জাতির পিতার তনয়া শেখ হাসিনা তার শারীরিক অবস্থার খবর নিয়েছেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪