ঘূর্ণঝড় ‘জাওয়াদ’ দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সিলেটের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। কাল রোববার থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিও হচ্ছে। থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে আজ সোমবারও। আগামীকাল মঙ্গলবার থেকে জাওয়াদের প্রভাব কাটতে শুরু করবে।

এমন তথ্য সিলেটভিউকে জানিয়েছেন সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী।


তিনি বলেন, ‘এই সময়ে সিলেটের আকাশে মেঘ থাকার কথা ছিল না। কিন্তু জাওয়াদের প্রভাবে আকাশ মেঘাচ্ছন্ন আছে, সামান্য বৃষ্টি হচ্ছে। তবে আমরা যে পরিমাণ বৃষ্টি হবে বলে ধারণা করেছিলাম, তা হয়নি। বৃষ্টি আজ খানিকটা বাড়তে পারে।’

এই আবহাওয়াবিদ জানান, মঙ্গলবার থেকে আকাশ পরিষ্কার হতে শুরু করবে। এরপর তাপমাত্রা কমে শীত বাড়ার সম্ভাবনা আছে। তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তবে এখনই শৈত্যপ্রবাহের কোনো আভাস পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সাঈদ আহমদ চৌধুরী। তিনি বলেন, ‘২০১১-১২ সাল থেকে দেখা যাচ্ছে, শৈত্যপ্রবাহটা জানুয়ারির দিকে সরে যাচ্ছে। আগে যেখানে ডিসেম্বরে শৈত্যপ্রবাহের দেখা মিলতো, এখন তা জানুয়ারির শুরুর দিকে দেখা যায়। এবারও জানুয়ারির প্রথম সপ্তাহের দিকে শৈত্যপ্রবাহ আসতে পারে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে