সিলেট সিটি কর্পোরেশনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফল করতে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ ডিসেম্বর) দুপুরে নগরভবনের সম্মেলন কক্ষে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সিসিকের ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফয়ফুল আমীন বাকের।


এ সভায় জানানো হয়, সিলেট সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর- এই ৪ দিন জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রনালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা সারা দেশে ১১ থেকে ১৪ ডিসেম্বর ২০২১ খ্রি. ৪ দিনব্যাপি জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়ন করবে।

সভায় সিলেট মহানগরে ক্যাম্পেইন বাস্তবায়নে সরকারি-বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সিলেটভিউ২৪ডটকম / সিসিক / ডালিম