কুলাউড়া থানা পুলিশের অভিযানে চোরাইকৃত ৪টি গরু উদ্ধারসহ দুই চোরকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার দুই চোরকে গ্রেফতারেরর পর তাদের দেওয়া তথ্যানুসারে হবিগঞ্জ থেকে গরু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন- কুলাউড়া উপজেলার হাজীপুরের আব্দুল হাকিম ও মনোয়ার মিয়া।


থানা সূত্রে জানা যায়, গত ১২ জানুয়ারি রাতে হাজীপুর গ্রামের আরমান আলী (৮০) এর গোয়াল ঘর থেকে অজ্ঞাতনামা চোরেরা ৪টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় গরুর মালিক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ চোরাইকৃত গরু উদ্ধারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে।

অভিযানের একপর্যায়ে ওসি বিনয় ভূষন রায়ের দিকনির্দেশনায় গতকাল শুক্রবার বিকেলে এসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ হাজীপুর এলাকা থেকে আব্দুল হাকিম ও মনোয়ার মিয়াকে চুরির অভিযোগে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যমতে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার সাতাইহাল গ্রাম থেকে আরমান আলীর চোরাই হওয়া ৪টি গরু উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, আসামিদের শনিবার সকালে কারাগারে প্রেরণ করা হয়েছে ও গরুর মালিককে গরুগুলো বুঝিয়ে দেওয়া হয়েছে।

তিনি জানান, কুলাউড়া থানা এলাকার চুরি ও ডাকাতি প্রতিরোধ এবং মাদক নিমুর্লের জন্য পুলিশের অভিযান অব্যাহত থাকবে।


সিলেটভিউ২৪ডটকম/অনি/আরআই-কে