শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজের ৭৩ তম শুভ আবির্ভাব তিথি অনুষ্ঠিত হয়েছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে বিভিন্ন কর্মসূচি শেষে ৭৩ পাউন্ডের কেক কেটে ব্যাসপূজা উৎসব পালন করা হয়েছে।

মঙ্গলবার রাতে সিলেট ইসকন মন্দির প্রাঙ্গনে মুক্তমঞ্চে মহা ধুমধামে ব্যাসপূজা পালন করা হয়।


এ সময় ইসকন বাংলাদেশের সহ-সভাপতি শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ,ইসকন সিলেট নেতৃবৃন্দ, সিলেট ইসকনের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন। কেক কাটার সময় গুরুমহারাজকে উৎসর্গ করে কীর্তন পরিবেশন করেন শুভাত্মা মুরারী দাস।

উল্লেখ্য, শ্রীল জয়পতাকা স্বামী গুরুমহারাজ ১৯৪৯ সালের ৯ এপ্রিল উত্তর আমেরিকার মিলওয়াকির উইসকনসিনে আবির্ভুত হন। তিনি ইসকন প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের বয়োজেষ্ঠ্য শিষ্য ও ইসকনের অন্যতম দীক্ষাগুরু।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০২