বাংলাদেশের অন্যতম বৃহৎ বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স নিজেদের খরচে মেধাবী শিক্ষার্থীদের পাইলট বানানোর উদ্যোগ নিয়েছে।

যেসব মেধাবী বাংলাদেশি তরুণ বিজ্ঞান বিভাগে গণিত ও পদার্থ বিজ্ঞানসহ এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ অথবা এ লেভেলে গ্রেড-বি পেয়েছেন তারা আবেদনের যোগ্য হবেন। স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানের স্নাতকরাও আবেদন করতে পারবেন। আবেদনের সময় বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি নূন্যতম।


বাংলাদেশ বিমান বাহিনীর মাধ্যমে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিমান বাহিনীর তত্ত্বাবধানে সকল টেস্টে উত্তীর্ণদের মধ্য থেকে ৫০ জনকে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের ইউএস-বাংলা এয়ারলাইন্সের খরচে বিশ্বের খ্যাতনামা ফ্লাইং একাডেমিতে পাঠানো হবে। দুই বছর মেয়াদি প্রশিক্ষণ সাফল্যের সাথে সম্পন্নের পর উত্তীর্ণ পাইলটগণ ইউএস-বাংলা এয়ারলাইন্সে যোগদান করতে পারবেন।

স্টুডেন্ট পাইলটদের নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে আইকিউ টেস্ট, লিখিত ও মৌখিক পরীক্ষা এবং যোগ্যতাভিত্তিক অন্যান্য পরীক্ষা। অনলাইনে আবেদন করা যাবে usbair.com/career/studentpilot এ ঠিকানায়। আবেদনের শেষ তারিখ ৫ মে ২০২২।

 


সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-০১


সূত্র : অপরাজেয় বাংলা