সিলেটের শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি সিএসই সোসাইটির উদ্যোগে অসহায় ও গরীব মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। এরপর নগরীর বারুতখানাস্থ একটি রেস্টুরেন্টে ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

এতে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান ও সিএসই সোসাটির সভাপতি মাহফুজুল হাসান, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ফুয়াদ আহমেদ, আইন ও বিচার বিভাগের বিভাগীয় প্রধান গাজী সাইফুল হাসান, কম্পিউটার বিঞ্জান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক সুহেল আহমদ, সিনিয়র প্রভাষক আখলাকুজ্জামান আশিক, আশিকুল শাকিল, হাসান আহমেদ, মুস্তাফিজুর রহমান প্রমুখ।


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএসই অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ওয়াদিয়া চৌধুরী, সিএসই সোসাইটির বর্তমান কমিটির সহ-সভাপতি মোহাম্মদ আবু সুফিয়ান তালুকদার, সাধারণ সম্পাদক বিপ্লব দেব, সাবেক সহ-সভাপতি এতরাজুল করিম, সাধারণ সম্পাদক মারুফ হোসাইনসহ সোসাইটির সদস্যবৃন্দ ও উক্ত বিভাগের সাধারণ শিক্ষার্থীরা।

ইফতার পরবর্তী সময়ে সোসাইটির সদস্যরা আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করে এই অনুষ্ঠানের পর্দা টানেন।

সিলেটভিউ২৪ডটকম / আরআই-কে / ডি.আর