সিলেটে বাজারে অনিয়ম-দুর্নীতি ঠেকাতে ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় অভিযান এবং তদারকি অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২১ এপ্রিল) সিলেটের জৈন্তাপুর উপজেলার জৈন্তাপুর বাজারে অভিযান চালিয়ে ৪ প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।


অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রি তৈরি ও মেয়াদউত্তীর্ণ দই বিক্রির অপরাধে শাহাজালাল রেস্টুরেন্টকে ৩ হাজার টাকা এবং পচাঁবাসী মিষ্টি বিক্রি ও ইফতার সামগ্রিতে ক্ষতিকর রং মিশানোর অপরাধে কৃষ্ণা মিষ্টিঘরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

একই বাজারে মেয়াদউত্তীর্ণ কসমেটিকস সামগ্রি বিক্রির অপরাধে মাশাল্লা স্টোরকে ২ হাজার টাকা ও জৈন্তাপুর স্টোরকে আরো ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন জৈন্তাপুর থানাপুলিশের একটি টিম।


সিলেটভিউ২৪ডটকম / পিডি / ডালিম