সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ৬ থানার মধ্যে গত মার্চ মাসে শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা থানার এসি মো. মাইন উদ্দিন খান।
এছাড়াও শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা নির্বাচিত হয়েছেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার এবং শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছেন একই থানার মো. সোহেল রানা।
আইনশৃংখলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখা, মাদকদ্রব্য উদ্ধার, পেশাদারিত্ব ও বিভিন্ন ক্যাটাগরিতে স্বীকৃতিস্বরূপ মার্চ মাসে তারা নিজ নিজ পদে শ্রেষ্ঠ নির্বাচিত হন।
শ্রেষ্ঠত্বের পুরস্কার হিসেবে বৃহস্পতিবার (২১ এপ্রিল) এসএমপি কার্যালয়ে আয়োজিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাঁদের হাতে প্রশংসাপত্র তুলে দেন কমিশনার মো. নিশারুল আরিফ চৌধুরী।
সিলেটভিউ২৪ডটকম / ডালিম