এশিয়ান গেমস বাছাই হকিতে বাংলাদেশ ‘বি’ গ্রুপে পড়েছে। বাংলাদেশের গ্রুপে অন্য তিন প্রতিপক্ষ শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুর। ‘’বি গ্রুপে চারটি দল থাকলেও ‘এ’ গ্রুপে পাঁচটি দল।
৭ মে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ১০ মে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বেন জিমিরা৷ ১২ মে গ্রুপের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ।
দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ১৪ মে সেমিফাইনাল খেলবে৷ পরের দিন ফাইনাল৷ ৬-১৫ মে থাইল্যান্ডের ব্যাংককে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/এসডি-২৭
সূত্র : ঢাকাপোষ্ট