মৌলভীবাজারের বড়লেখায় ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে তিন শতাধিক অসচ্ছল মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে রোববার (০১ মে) দুপুরে বড়লেখা পৌরসভা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন এমপি।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আইনজীবী জিল্লুর রহমান।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ময়নুল ইসলাম সঞ্চালনায় প্রধান অতিথি পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন এমপি ছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌরসভার মেয়র কামরান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বড়লেখা নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, থানার ওসি
জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফরহাদ আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আসদুজ্জামান আসাদ, কবির আহমেদ, কাউন্সিলর আবুল হাসেম স্বপন, নাজমুল হোসাইন, মাসুদ আহমেদ, আপ্তাবুর রহমান বাবলু, রাসেল আহমেদ,গরীব আহমেদ, রাজু আহমেদ, মারুফ আহমেদ, কামরান আহমেদ, কাওসার আহমেদ, রুহেল আহমেদ, রাজদীপ পুরকায়স্থ রাজু প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি