গোলাপগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজের সাবেক ভিপি আ'লীগের মনোনয়ন প্রত্যাশী শফিক উদ্দিনের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউন হয়েছে।
শুক্রবার বিকেলে এ শোডাউন করে তার কয়েক'শ নেতাকর্মী।
উপজেলার ঢাকাদক্ষিণ থেকে প্রায় ৪শ মোটরসাইকেলের বহর নিয়ে উপজেলা সদর, ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, হেতিমগঞ্জ ও হিলালপুরসহ উপজেলার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে তারা।
এসময় শ'ফিক ভাইয়ের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, শফিক ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগতম' ইত্যাদি শ্লোগান দেয়া হয়। তখন শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে বিভিন্ন এলাকা। এ শোডাউন দেখতে রাস্তার পার্শে প্রচুর ভীড় করেন স্থানীয় লোকজন।
সোমবার এ নির্বাচনের তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফশীল অনুযায়ী মনোনয়ন দাখিলের শেষ দিন ১৭ মে, মনোনয়ন বাছাই ১৯মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। ১৫ জুন গোলাপগঞ্জ উপজেলায় উপ নির্বাচন অনুষ্ঠিত হবে।
সিলেটভিউ২৪ডটকম/এএইচএ/এসডি-০৭