সাবেক অর্থমন্ত্রী, ভাষা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক, আবুল মাল আবদুল মুহিতের প্রয়াণে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেন।
শোক প্রকাশ করেন- কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য এডভোকেট মৃত্যুঞ্জয় ভোলা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ, পূজা পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য, সিলেট জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ সাধারণ সম্পাদক এডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত দেব, সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সিলেট মহানগর সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী প্রজ্ঞাবান ব্যক্তিত্ব, অসাম্প্রদায়িক চেতনার একজন সফল মানুষ। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় উনার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৮