প্রবল ঘূর্ণিঝড় অশনির প্রভাব পড়েছে সিলেটে। টানা কয়েকদিনের প্রবল খরতাপের পর কাল রাত থেকে বৃষ্টি ঝরছে অবিরাম। এতে গরমের অস্বস্তি কমেছে, তবে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় থাকা প্রবল ঘূর্ণিঝড় অশনি এখন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের মুখে আছে। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে এটি দুর্বল হয়ে পড়তে পারে।


আবহাওয়াবিদরা বলছেন, অশনির গতিপথ পুরোপুরি বাংলাদেশের দিকে নয়। তবে এটির প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। দেশের অন্যান্য এলাকায়ও পড়েছে অশনির প্রভাব।

অশনির প্রভাবে গতকাল সোমবার থেকেই সিলেটের আকাশ থম মেরে ছিল। মেঘের ঘুরাঘুরি টের মিলছিল স্পষ্ট। কাল রাত হতেই শুরু হয় বৃষ্টির ধারা। আজ মঙ্গলবার দুপুর অবধি আকাশের কান্না অব্যাহত রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক মো. ছানাউল হক মণ্ডল জানিয়েছেন, অশনির প্রভাবে গত ২৪ ঘন্টায় সিলেটে ৬৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া সর্বোচ্চ ২০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে খেপুপাড়ায়।

বৃষ্টির ধারা আজও অব্যাহত থাকবে বলে জানিয়েছেছন ছানাউল হক।

এদিকে, বৃষ্টির কারণে আবহাওয়ার তপ্তভাব কমেছে। তবে জরুরি কাজে যারা ঘরের বাইরে বের হয়েছেন, তাদেরকে পড়তে হচ্ছে বিড়ম্বনায়। বিশেষ করে রিকশাচালকসহ দিনমজুর মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।

 

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে