উত্তর কোরিয়ায় প্রথম করোনা রোগী শনাক্তের দিনেই তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এপি। জাপানের কোস্টগার্ড তাদের সামরিক বাহিনীর বরাত দিয়ে ৩টি ক্ষেপণাস্ত্র ছোড়া নিয়ে এক প্রতিবেদনে প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্সও। 

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অফ স্টাফ জানিয়েছেন, বৃহস্পতিবার ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ৯০ কিলোমিটার ওপর দিয়ে প্রায় ৩৬০ কিলোমিটার দূরে গিয়ে পড়েছিল। এদিকে, উত্তর কোরিয়ায় সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের বাইরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। 


উল্লেখ্য, উত্তর কোরিয়ায় করোনা আক্রান্ত প্রথম রোগী শনাক্ত হয়েছে আজ বৃহস্পতিবার। এতে দেশজুড়ে কঠোর লকডাউনের নির্দেশ দিয়েছে কিম জং উন প্রশাসন। বিবিসি জানায়, দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিয়ংইংয়ে ‍ওমিক্রন ধরনের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে কতজন আক্রান্ত হয়েছেন তা বলা হয়নি।

সিলেটভিউ২৪ডটকম/ডেস্ক/জিএসি-১৪


সূত্র : বিডি-প্রতিদিন