পশ্চিম লঘুচাপের সঙ্গে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্পের সংমিশ্রণে বাংলাদেশ অঞ্চলে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে। আজ শনিবার দিনভর সিলেটজুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির বেগ কমে আসবে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে।


আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হাফিজুর রহমান আজ সকালে জানান, সিলেটসহ দেশের সাতটি বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টি হতে পারে।

২৩ থেকে ৪৩ মিলিমিটার বৃষ্টি হলে সেটাকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি এবং ৮৯ মিলিমিটার বা এর বেশি হলে সেটাকে অতিভারী বৃষ্টি হিসেবে ধরা হয়।

হাফিজুর রহমান জানান, আগামী দুই দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কমে আসবে। একইসঙ্গে বৃদ্ধি পাবে তামপাত্রা।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে