নিজস্ব প্রতিবেদক, বড়লেখা:: মৌলভীবাজারের বড়লেখায় বিভিন্ন কৃষক সমিতির সদস্যদের পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ এর আয়োজন করেছে। এছাড়া কৃষিক্ষেত্রে সফলতা অর্জনকারী ৯ জন কৃষককে সম্মাননা দেওয়া হয়েছে। 

উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সিআইজি কংগ্রেসে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. মোশাররফ হোসেন খান। 


এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবল সরকার। প্রধান বক্তা ছিলেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ।  

বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, জুড়ী উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন স্বপন, উপজেলা সমবায় অফিসার সফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক আব্দুর রব, কৃষক নেতা ও ইউপি মেম্বার আব্দুল মুকিত। অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মাননাপ্রাপ্ত কৃষক জমির আলী, আব্দুর রহিম, জাকির হোসেন, আব্দুল খালিক, মনোয়ারা বেগম, তারেক সিদ্দিকী প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/লাভলু