বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জের দিরাইয়ে ‘নুরুল হুদা মুকুট ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন হয়েছে। 

 


চন্ডিপুর শাপলা টিমের আয়োজনে রবিবার বিকেল সাড়ে ৪ টায় দিরাই পৌর সদরের হাইস্কুল মাঠে ভার্চুয়ালি টুর্নামেন্টটির উদ্বোধন ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল হুদা মুকুট। 

 

১৬ টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টংগর মাহি টিম জগদল ইলেভেন স্টারকে ২-০ গোলে পরাজিত করে। 

 

উদ্বোধনী আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। 

 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- দিরাই পৌরসভার সাবেক মেয়র মোশাররফ মিয়া, পরিকল্পনা মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসাইন, আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, ধনীর রঞ্জন রায়, আব্দুল হান্নান, উপজেলা যুবলীগের সভাপতি রঞ্জন রায়, দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহন চৌধুরী, উপজেলা কৃষক লীগের সভাপতি তাজুল ইসলাম, শান্তিগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমিরন দাস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক জয়ন্ত ব্যানার্জি, প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক লালবাঁশি দাস, যুবলীগ নেতা পাভেল আহমেদ, শাহিন মিয়া, সুমন শহীদ, দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, বর্তমান কমিটির সহসভাপতি মান্না তালুকদার লিমন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ প্রমুখ।

 

খেলায় প্রথম পুরস্কার ১টি মোটরসাইকেল (দাতা- যুক্তরাজ্য প্রবাসী মাসুক আহমদ সরদার) ও ২য় পুরস্কার হিসেবে রয়েছে ১টি রেফ্রিজারেটর (দাতা- প্যানেল মেয়র লিটন রায়)।

 


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০৫