ফাইল ছবি

সিলেট নগরীতে আকস্মিক বন্যার সাথে বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। 


মঙ্গলবার (১৭ মে) সকাল থেকে নগরীর সিংহভাগ এলাকায় বন্যা ও বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে।


 

খবর নিয়ে জানা যায়, নগরীর বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ না থাকায় ভোগান্তিতে পড়েন মানুষ। বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। 

 

বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে জানা যায়, গতরাতের ঝড়ে গাছপালা নগরীর একাধিক স্থানে বৈদ্যুতিক তারের ওপর পড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন সিলেট নগরীর বেশ কয়েকটি এলাকার মানুষ । 

 

সংশ্লিষ্টরা এসব গাছ ও ডালপালা সরানোর কাজ চালিয়ে যাচ্ছেন বলে বিদ্যুৎ বিতরণ বিভাগ থেকে জানানো হয়।

 

এছাড়াও বিদ্যুৎ বিতরণ বিভাগ-২ এর আওতাধীন উপশহর বিদ্যুৎ উপকেন্দ্রে পানি প্রবেশ করেছে। ঐ উপকেন্দ্র হতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে সংশ্লিষ্ট গ্রাহকরা দীর্ঘসময় থেকে বিদ্যুৎ সরবরাহ পাচ্ছেন না।

 

সিলেট নগরীতে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা পুরোপুরি চালু করতে দেরি হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

 


সিলেটভিউ২৪ডটকম/পিডি/এসডি-০৩