সিলেটের তিনটি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ২৪০ কোটি টাকারও বেশি বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য এই বরাদ্দ দেওয়া হয়েছে।

বরাদ্দ পাওয়া বিশ্ববিদ্যালয়গুলো হলো- শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।


তন্মধ্যে সবচেয়ে বেশি ১৬২ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ পেয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছে ৭১ কোটি ১ লাখ টাকা। এ ছাড়া হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ৭ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ পেয়েছে।

ইউজিসি দেশের ৫১টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ২০২২-২৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য ১০ হাজার ৫১৫ কোটি ৭১ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে। মূল বাজেটে ৬ হাজার ২৩ কোটি ৬০ লাখ টাকার রাজস্ব বাজেট ও ৪০টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৪২০ কোটি ৪৪ লাখ টাকার উন্নয়ন বাজেট রয়েছে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে