ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কর্নেল হাসান সাইয়্যাদ খোদায়ি হত্যাকাণ্ডের নেপথ্যে রয়েছে তেলআবিব। মার্কিন কর্মকর্তাদের এ তথ্য জানিয়েছে ইসরায়েল।

গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি করে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এই খবর জানিয়েছে।


নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুসারে, ইসরায়েল জানিয়েছে, এই গুপ্তহত্যা ইরানের প্রতি একটি সতর্কবার্তা, যাতে ইরানের অভিজাত কুদস ফোর্সের অভিযান বন্ধ করা হয়। এই বাহিনীর ডেপুটি কমান্ডার ছিলেন খোদায়ি।

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি অনুসারে, কুদস ফোর্সের ইউনিট ৮৪০ ইসরায়েলি কর্মকর্তা ও বেসামরিকসহ বিদেশিদের ওপর হামলা পরিচালনা করে।

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে