কুমিল্লায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার রাত ১টার দিকে গুরুত্বপূর্ণ এই রেলপথে আবার ট্রেন চলাচল শুরু হয় বলে কুমিল্লা রেলওয়ের সহকারী প্রকৌশলী মোরসালিন রহমান জানান।


এর আগে রাত সাড়ে ১০টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় কুমিল্লা রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেনের চারটি চাকা লাইন থেকে বেরিয়ে যায়।

চট্টগ্রাম থেকে তেল নিয়ে সিলেট যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে ট্রেনটি। লাইন বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

সহকারী প্রকৌশলী মোরসালিন জানান, ট্রেনটি লাইনচ্যুত হয়েছিল ঢাকামুখী লাইনে। রাত প্রায় ১টার দিকে চট্টগ্রামমুখী লাইন দিয়ে দুই দিকের ট্রেন চলাচল শুরু হয়।

“কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে সেটি আমরা খতিয়ে দেখছি। লাকসাম রেলওয়ে জংশন থেকে উদ্ধারকারী ট্রেন এসে দুর্ঘটনা কবলিত ট্রেনটি উদ্ধারে কাজ শুরু করেছে। আপাতত ট্রেন চলাচাল স্বাভাবিক রয়েছে।”

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে