হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামে বজ্রপাতে নিহত ফুলবানুর পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। 

 


শুক্রবার (২৭ মে) দুপুরে নিহত ফুলবানুর স্বামী চেরাগ আলীর হাতে জেলা প্রশাসক ইশরাত জাহানের নির্দেশনায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জিআর (ক্যাশ) কর্মসূচির আওতায় নিহতের পরিবারকে চেক প্রদান করা হয়।

 

চেকটি হস্তান্তর করেন চুনারুঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর ও  উপজেলা নির্বাহী অফিসার সিদ্ধার্থ ভৌমিক। 

 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পাল। গাজীপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্মল চন্দ্র দেব প্রমুখ।

 

বৃহস্পতিবার (২৬ মে) উপজেলার গাজীপুর ইউনিয়নের চেরাগ আলীর স্ত্রী ফুলবানু সকালে গ্রামের পাশে জমিতে দুটি গরু নিয়ে যান। এসময় বৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে তিনি আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার সাথে থাকা দুটি গাভিরও মৃত্যু হয়। 

 

সিলেটভিউ২৪ডটকম/জেসি/এসডি-১৮