ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের লাদাখের শ্যাওক নদীর কাছে সেনাবাহিনীর একটি গাড়ি সড়ক থেকে উল্টে নিচে পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
 সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে গাড়িতে ২৬ সেনাসদস্য হানিফ এলাকার সাবসেক্টরে যাচ্ছিলেন।

গতকাল শুক্রবার আনুমানিক সকাল ৯টার দিকে গাড়িটি সড়ক থেকে উল্টে শ্যাওক নদীর কাছে প্রায় ৫০ থেকে ৬০ ফুট নিচে পড়লে ওই গাড়িতে থাকা সব সেনাসদস্য আহত হন। এখন পর্যন্ত সাতজন সেনা মারা গেছেন। এ ছাড়া অন্যদের অনেকে গুরুতর আহত হয়েছেন। আহত সেনাদের সবচেয়ে ভালো চিকিৎসা সুবিধা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।


এর মধ্যে যাঁরা গুরুতর আহত, তাঁদের ওয়েস্টার্ন কমান্ডে স্থানান্তর করার জন্য বিমানবাহিনীর কাছ থেকে বিমান পরিবহন সুবিধা চাওয়া হয়েছে।
সড়ক দুর্ঘটনায় নিহত সাতজনের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যাঁরা আহত, তাদের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন।

টুইটারে তিনি লেখেন, ‘লাদাখে বাস দুর্ঘটনার খবরে আমি ব্যথিত। দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনাসদস্যদের হারিয়েছি।’ তিনি বলেন, ‘নিহত সেনাদের পরিবারের প্রতি সমবেদনা। যাঁরা আহত হয়েছেন, তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করছি। তাঁদের সব সহযোগিতা দেওয়া হবে।’

সিলেটভিউ২৪ডটকম/আরআই-কে